logo ২১ এপ্রিল ২০২৫
রাশিয়ায় সরকারি চাপে তিন সম্পাদকের পদত্যাগ
ঢাকাটাইমস ডেস্ক
১৪ মে, ২০১৬ ১৭:০৯:৪৫
image



ঢাকা: রাশিয়ায় সরকারি চাপে একটি গণমাধ্যমের তিনজন সম্পাদককে পদত্যাগ করতে হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারিবারিক ব্যবসা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় তারা পদত্যাগে বাধ্য হন।  তবে ওই গ্রুপের ওপর চাপ প্রয়োগের তথ্য অস্বীকার করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।



বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সম্প্রতি দেশটির আরবিসি গ্রুপের একটি দৈনিকে কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এতে মেয়ের জামাইসহ পুতিনের ঘনিষ্ঠ কয়েকজনের ব্যবসায়িক বিভিন্ন চুক্তির তথ্য উঠে আসে। পরে পুলিশ কর্মকর্তারা ওই সংবাদপত্র অফিসে অভিযান চালায়। একই সঙ্গে চাপ প্রয়োগ করতে থাকে। এর জেরে সম্পাদকেরা পদত্যাগ করেছেন।  



পদত্যাগকারী তিন সম্পাদক হলেন, আরবিসি মিডিয়া গ্রুপের এডিটর-ইন-চিফ এলিজাভেটা ওসেতিনসকায়া, আরবিসি নিউজ অ্যাজেন্সির এডিটর-ইন-চিফ রোমান বাদানিন ও এই গ্রুপের একটি দৈনিকের এডিটর-ইন-চিফ ম্যাক্সিম সোলিয়াস।



এদিকে তিন সম্পাদকের পদত্যাগের পর আরবিসি গ্রুপের আরও অনেক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে বলছেন, খুব শিগগিরই তারাও পদত্যাগ করবেন।



(ঢাকাটাইমস/১৪মে/জেবি)