নবম ওয়েজবোর্ডের দাবিতে সমাবেশ সোমবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ মে, ২০১৬ ১৮:৫৬:৫৫

ঢাকা: নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে সমাবেশ ডেকেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আগামীকাল সোসবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
গত বছর সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি চাকুরেদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে সরকার। এর সঙ্গে সঙ্গতি রেখে সশস্ত্র বাহিনীর জন্যও নতুন বেতন কাঠামো অনুমোদন দেয়া হয়। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেরও নতুন কাঠামোতে বেতন দেয়ার ঘোষণা এসেছে। এরপর থেকেই সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সরকারি বেতন কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে নবম ওয়েজবোর্ড গঠনের দাবি জানিয়ে আসছে।
সর্বশেষ ২০১২ সালে সংবাদপত্রের কর্মীদের জন্য মূল বেতনের ৫০ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা ঘোষণা করেছিল সংবাদপত্রের অষ্টম মজুরি বোর্ড। পরের বছর অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করা হয়। এরই মধ্যে সাংবাদিকদের নবম ওয়জবোর্ড গঠনের দাবির সঙ্গে কয়েকজন মন্ত্রী একাত্মতা পোষণ করেছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সরকারি চাকুরেদের বেতন বাড়ানোর প্রেক্ষাপটে সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেন।
সাংবাদিকদের নতুন ওয়েজবোর্ড ঘোষণার দাবির প্রেক্ষাপটে রবিবার ডিইউজে সভাপতি শাবান মাহমুদ এবং সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এক বিবৃতিতে বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সে অনুযায়ী গণমাধ্যমকর্মীদের বেতন বাড়েনি। তাছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি হলেও গণমাধ্যমকর্মীরা সেদিক দিয়ে বঞ্চিত হচ্ছেন। এজন্য নবম ওয়েজবোর্ড ঘোষণা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
পৃথক বিবৃতিতে সব গণমাধ্যমকর্মীকে মহাসমাবেশে অংশ নেয়ার আহ্বান জানান বিএফইউজের মহাসচিব ওমর ফারুক।
(ঢাকাটাইমস/২২মে/এইচআর/জেবি)