সাংবাদিক মুকুল তালুকদারের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ মে, ২০১৬ ১৩:৪০:২৬
ঢাকা: ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাবেক সভাপতি মুকুল তালুকদার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন।
মুকুল তালুকদার এপ্রিলের তৃতীয় সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকাল তিনটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মুকুল তালুকদার দৈনিক যায়যায়দিন, মানবজমিন, নয়া দিগন্ত, আমার দেশ, আরটিভি ও মোহনা টেলিভিশনে কাজ করেছেন। তার ইন্তেকালে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
(ঢাকাটাইমস/১৮মে/জেবি)