মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন নূরজাহান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ মে, ২০১৬ ১২:৩৫:১১
ঢাকা: সাপ্তাহিক পত্রিকা বেগম-এর সম্পাদক নূরজাহান বেগমকে জানাজা শেষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। তার পারিবারিক সূত্র এ তথ্য জানিয়েছেন।
আজ সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূরজাহান মারা যান। তার বয়স হয়েছিল ৯১ বছর।
নূরজাহান বেগমের মেয়ে রিনা ইয়াসমিন ঢাকাটাইমসকে বলেন, ৪ মে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মাকে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ভ্যান্টিলেশন দেয়া হয়। এরপর থেকে মাকে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস দেয়া হচ্ছিল। আজ সোমবার সকালে তিনি না ফেরার দেশে চলে যান।
নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(ঢাকাটাইমস/২৩মে/জেবি)