প্রেসক্লাব সভাপতিকে আল্টিমেটাম ডিইউজে সভাপতির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ মে, ২০১৬ ১৯:২৯:০৭

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, সরকারের সঙ্গে ভালো সম্পর্ক থাকার পরও কেন ওয়েজবোর্ড বাস্তবায়ন হয় না। আমরা কাজের বিনিময়ে ন্যায্য দাবি পেতে চাই। অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড ঘোষণা করে তা বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান আহ্বান জানাই।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের জন্য অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে আয়োজিত সাংবাদিকদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাসমাবেশের আয়োজন করে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।
মহাসমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স (প্রেস ফেডারেশন) সভাপতি আলমগীর হোসেন।
মহাসমাবেশে ডিইউজের সভাপতি শাবান মাহমুদ বলেন, আমরা যখন ৯ম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে মহাসমাবেশের উদ্যোগ নিয়েছি। তখন আমাদের ভেতরে শত্রুবাহিনী ঢুকে পড়েছে। গতকালের এক প্রোগ্রামে জাতীয় প্রেসক্লাবের সভাপতি বলেছেন কোনো সাংবাদিকের বেতনের প্রয়োজন নেই।
সভাপতিকে হুঁশিয়ার করে তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি আপনার বক্তব্য প্রত্যাহার না করেন, তবে সব সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ৯ম ওয়েজবোর্ড ঘোষণার প্রাক্কালে আপনি যদি কিছু করেন বা করার চেষ্টা করেন তবে আপনার বিরুদ্ধেও পদক্ষেপ নেয়া হবে।
এসময় এ সাংবাদিক নেতা বলেন, ৯ম ওয়েজবোর্ড ঘোষণার সঙ্গে সঙ্গে মিডিয়ার জন্য আলাদা ওয়েজবোর্ড ঘোষণা করতে হবে এবং তা ঈদের আগেই করতে হবে।
মহাসমাবেশে অন্যান্য বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সে অনুযায়ী গণমাধ্যমকর্মীদের বেতন বাড়েনি। তাছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি হলেও গণমাধ্যমকর্মীরা সেদিক দিয়ে বঞ্চিত হচ্ছেন। সাংবাদিকদের রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ বলা হলেও তাদের আজ চরম দুরাবস্থা। এজন্য নবম ওয়েজবোর্ড ঘোষণা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে দাবি করেন সাংবাদিক নেতারা।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১২ সালে সংবাদপত্রের কর্মীদের জন্য মূল বেতনের ৫০ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা ঘোষণা করেছিল সংবাদপত্রের অষ্টম মজুরি বোর্ড। পরের বছর অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করা হয়। এরই মধ্যে সাংবাদিকদের নবম ওয়জবোর্ড গঠনের দাবির সঙ্গে কয়েকজন মন্ত্রী একাত্মতা পোষণ করেছেন।
ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় সাংবাদিকদের মহাসমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, সাবেক মহাসচিব আব্দুল জালির ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ, সাংবাদিক নেতা শাহনেওয়াজ দুলাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজু প্রমুখ।
(ঢাকাটাইমস/২৩মে/জিএম/জেবি)