logo ২০ এপ্রিল ২০২৫
তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ মে, ২০১৬ ২০:৫১:৪৩
image



ঢাকা: প্রতিবারের মতো এবারও ‘তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০১৬’ পুরস্কার প্রদান করা হয়েছে। আজ রবিবার বিকালে এবারের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র যৌথ আয়োজনে এই পুরস্কার দেয়া হয়।






এবার তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতায় সেরা স্থানীয় পত্রিকা রিপোর্ট বিভাগে পুরস্কার পেয়েছেন বাংলানিউজের লালমনিরহাট প্রতিনিধি খোরশেদ আলম সাগর এবং সিলেটের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার সুনীল সিংহ।






সেরা প্রিন্ট/অনলাইন মিডিয়া বাংলা বিভাগে পুরস্কার পেয়েছেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার হামিদ-উজ-জামান মামুন (বর্তমানে দৈনিক যুগান্তরে কর্মরত) এবং দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক মিজান।






সেরা প্রিন্ট/অনলাইন মিডিয়ায় পুরস্কার পেয়েছেন ইংরেজি বিভাগে দি ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপন্ডেন্ট দৌলত আক্তার মালা এবং দি ডেইলি স্টারের লালমনিরহাট জেলা প্রতিনিধি এস. দিলীপ রায়।






সেরা টিভি রিপোর্টে পুরস্কার পেয়েছেন বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার রিতা নাহার, এবং দেশ টিভির সিনিয়র রিপোর্টার ঝর্ণা রায়।






রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল মালিক। গেস্ট অব অনার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।






এটিএন বাংলার প্রধান প্রতিবেদক এবং এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সমকালের উপ-সম্পাদক মোজাম্মেল হোসেন।






(ঢাকাটাইমস/২৯মে/জেবি)