মফস্বল সাংবাদিকদের ১৪ দফা দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ মে, ২০১৬ ১৬:০৮:২৩

ঢাকা: সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নসহ ১৪ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে সরকার ও গণমাধ্যমগুলোকে দাবি আদাযে সচেষ্ট করে শত প্রতিকূলতার মধ্যেও বিএমএসএফ’র কর্মীরা দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করে যাচ্ছে। কোনো অপশক্তির কাছে মাথা নত করে না বিএমএসএফ।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিএমএসএফ’র দ্বিতীয় জাতীয় কাউন্সিল-২০১৬ সাধারণ সম্পাদকের সাংগঠনিক রিপোর্ট পেশ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আহমেদ আবু জাফর বলেন, সংগঠনের নেতাকর্মীরা তাদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়ে বীরসেনানীর দায়িত্ব পালন করেছেন। দেশের সাংবাদিকেরা গণমাধ্যমে চলা নানা নীতির পরিবর্তন চায়। নির্যাতনমুক্ত গণমাধ্যম চায়, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার চায় বলে তিনি মন্তব্য করেন।
মফস্বল সাংবাদিকদের ১৪ দফা দাবির মধ্যে রয়েছে সারাদেশে সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সরকার ঘোষিত অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিক নিয়োগে নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের ওপর হামলা মামলার ব্যয়ভার সংশ্লিষ্ট মিডিয়া কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে বহন, ৬ষ্ঠ শ্রেণি থেকে উচ্চতর ডিগ্রি পর্যন্ত গণমাধ্যম নিয়ে একটি চ্যাপ্টার অন্তর্ভুক্তকরণ, তথ্যসন্ত্রাস রোধে স্বতন্ত্র আইন প্রণয়ন, সাইবার আইন কার্যকরী করা, সবধরনের সাংবাদিক নির্যাতন বন্ধ করা, সরকারি প্রতিষ্ঠানসহ সব কোম্পানিতে পিআরও পদে যোগ্য সাংবাদিকদের নিয়োগ ইত্যাদি।
আলোচনা সভায় বিএমএসএফ’র সভাপতি এস এম মুগনী নীরোর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর প্রমুখ।
(ঢাকাটাইমস/৩০মে/জিএম/জেবি)