সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠনের নেতৃত্বে আজাদ
ঢাকাটাইমস ডেস্ক
৩১ মে, ২০১৬ ২১:৩৭:৫৬

ঢাকা: দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম আজাদ স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি) সাংবাদিক সংগঠন ‘এলডিসি জার্নালিস্টস ফোরাম’ এর সভাপতি নির্বাচিত হয়েছেন।
গত রবিবার তুরস্কের আনতালিয়ায় তিন-দিনব্যাপী এলডিসির ইস্তাম্বুল প্রোগ্রাম অব অ্যাকশন (আইপিও)-এর মিড-টার্ম রিভিউ চলাকালে এলডিসি সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট ‘এলডিসি জার্নালিস্টস ফোরাম’ গঠিত হয়।
গাম্বিয়ার আবু বকর কামারা ও মালির বেন জুনিয়র কামবিরে সংগঠনের সাধারণ সম্পাদক এবং জাম্বিয়ার মিস সিতেম্বিলে সিওয়াওয়া, ভানাউতোর জোনাস কিউলউইক ও বেনিনের ভার্জিল আহিসো সহ-সভাপতি নির্বাচিত হন।
নেপালের মাহাবির পাদুয়ালকে সমন্বয়কারী নির্বাচিত করা হয়।
অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দ হলেন: কোষাধ্যক্ষ- মিস মারিবেল বুলে জোলে (গিনি ইকুটোরিয়াল), প্রশিক্ষণ সম্পাদক- কোয়ান পাল চেং (দক্ষিণ সুদান) ও গবেষণা সম্পাদক- গেতাচিউ বালচা (ইথিউপিয়া)।
রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে সভায় এলডিসি ওয়াচ এর সমন্বয়কারী গৌরি প্রধানকে সংগঠনের উপদেষ্টা মনোনীত করা হয়।
এ ছাড়া এক মাসের মধ্যে সংগঠনের চার্টার তৈরির জন্যে মিয়ানমারের ডক্টর জ থানকে প্রধান করে তিন সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়।
এলডিসি সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী এই সংগঠন পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষাসহ স্ব-স্ব দেশের উন্নয়ন ও সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানসহ এলডিসিসংক্রান্ত জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে সহায়ক ভূমিকা পালন করবে।
(ঢাকাটাইমস/৩১মে/জেবি)