১০ মামলায় জামিন পেলেন মাহফুজ আনাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জুন, ২০১৬ ১৫:৩১:৪৫
ঢাকা: মানহানির অভিযোগে দায়ের করা ১০টি মামলায় জামিন পেয়েছেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। এর মাধ্যমে তার বিরুদ্ধে দায়ের করা ৮৩টি মামলাতেই জামিন পেলেন সিনিয়র এই সাংবাদিক।
আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।
আদালতে মাহফুজ আনামের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও আব্বাস উদ্দিন।
চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের এক আলোচনা অনুষ্ঠানে প্রশ্নের মুখে মাহফুজ আনাম স্বীকার করেন, সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর সরবরাহ করা ‘শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর’ যাচাই ছাড়া প্রকাশ করে সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন। তার এই ভুল স্বীকারের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ৮৩টি মামলা করেন। তবে পর্যায়ক্রমে সবগুলো মামলা থেকেই জামিন পেলেন ডেইলি স্টার সম্পাদক।
(ঢাকাটাইমস/০৭জুন/এমএবি/জেবি)