‘মানবকণ্ঠ’ ছেড়ে ‘বর্তমান’-এ সোহেল হায়দার
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
০৭ জুন, ২০১৬ ১৫:০৫:২৬
ঢাকা: দৈনিক বর্তমানের ডেপুটি এডিটর পদে যোগ দিয়েছেন সোহেল হায়দার চৌধুরী। এর আগে তিনি দৈনিক মানবকণ্ঠের বিশেষ প্রতিনিধি ও প্রধান প্রতিবেদক (দায়িত্বপ্রাপ্ত) ছিলেন।
সোমবার মানবকণ্ঠ কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে মঙ্গলবার নতুন কর্মস্থল দৈনিক বর্তমানে যোগ দেন তিনি।
সোহেল হায়দার চৌধুরী নিজেই ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেন।
সোহেল হায়দার চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বর্তমান সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি।
(ঢাকাটাইমস/৭জুন/বিইউ/মোআ)