‘দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন মিডিয়া’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুন, ২০১৬ ১৭:৪৯:৫০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেছেন, অনলাইন মিডিয়া দেশের জনগণের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কারণ অনলাইন সারা বিশ্বব্যাপী একযোগে দেখা যায়। তাই এই মিডিয়ায় অনেক সচেতনভাবে সংবাদ প্রকাশ করতে হবে।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের সব খবর প্রকাশের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করা অনলাইন নিউজপোর্টাল ‘দ্যা অ্যাপারেল নিউজ ডটকম’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরেফিন সিদ্দিকী বলেন, ‘১৬ কোটি মানুষের দেশ আমাদের বাংলাদেশ। দেশ ডিজিটাল হওয়াতে প্রত্যেক গণমাধ্যমই জনগণের দৃষ্টিতে আসছে এবং জনগণ সেগুলোকে দেখছে।’
সাংবাদিকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে ঢাবি ভিসি বলেন, ‘সাংবাদিকদের প্রশিক্ষণ প্রয়োজন, প্রশিক্ষিত সাংবাদিক যখন সাংবাদিকতায় আসবে তখন সংবাদ অনেক বস্তুনিষ্ট হবে।’ এসময় তিনি অ্যাপারেল নিউজের শুভ উদ্বোধন ঘোষণা করে এর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘পোশাক খাত হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রাণ। তৈরী পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ৫০ লাখ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এ খাতের রপ্তানি আয় হচ্ছে ২৬.৬ বিলিয়ন ডলার। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে তৈরী পোশাক খাতে অনেক কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে তৈরি পোশাকের অনেক বড় বাজার হচ্ছে জার্মানি। তারা নীল উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে, তাদের নীল জিনস তৈরির জন্য।’
প্রসঙ্গত, গামেন্টস প্রস্তুতকারক ও গার্মেন্টস রপ্তানিকারক দেশ হিসেবে ১৯৮১-৮২ সালে ০.১ বিলিয়ন ডলার রপ্তানি করে বাংলাদেশের পথচলা শুরু করে। এরপর থেকে বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ধারাবাহিকভাবে পোশাক রপ্তানিতে এর পরিমাণ বেড়ে আজ ২৬.৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
শ্যামল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিজিএমইএ’র সহসভাপতি (ফাইনান্স) মোহাম্মদ নাসির, একাত্তর টিভির পরিচালক (নিউজ) সৈয়দ ইশতিয়াক রেজা, অ্যাপারেল নিউজের সম্পাদক অমিত কে বিশ্বাস প্রমুখ।
(ঢাকাটাইমস/১০জুন/জিএম/জেবি)