logo ২০ এপ্রিল ২০২৫
রাষ্ট্রযন্ত্র গণমাধ্যমের প্রতিপক্ষ নয়: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জুন, ২০১৬ ২১:৫১:৪৯
image



ঢাকা: প্রশাসন ও রাষ্ট্রযন্ত্র গণমাধ্যমের প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি মনে করেন গণমাধ্যমের সঙ্গে রাষ্ট্রযন্ত্রের বিরোধ থাকা উচিত নয়। গণমাধ্যম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৃথিবীকে কাচের ঘরে পরিণত করেছে বলেও মনে করেন মন্ত্রী।






আজ রবিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামে (বিএসআরএফ) আয়োজিত ইফতার অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।






মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরের কর্মকর্তারা ইফতারে উপস্থিত ছিলেন।






তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র কখনো গণমাধ্যমের প্রতিপক্ষ নয়, আপনাদের স্বার্থ রক্ষার জন্য আমরা জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে, করপোরেট স্বার্থের বিরুদ্ধে এবং মাফিয়া স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে সহযোগিতা করে যাচ্ছি। আপনাদের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে যাচ্ছি। সেখানে গণতন্ত্রের একজন কর্মী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আপনার পক্ষে থাকা, করপোরেট স্বার্থকে মোকাবেলা করা, মাফিয়া চক্রকে মোকবেলা করা, জঙ্গি স্বার্থকে মোকাবেলা করা।






হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম গুরুত্বপূর্ণ, গণমাধ্যমকে ভয় পেলে হবে না। শেখ হাসিনার আমলে প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্র গণমাধ্যমের প্রতিপক্ষ নয়। বরং গণমাধ্যমের চ্যালেঞ্চ করপোরেট স্বার্থ। সেখানে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা কিভাবে রক্ষা করবেন সেটা গুরুত্বপূর্ণ। করপোরেট, ব্যসায়িক-মালিকের স্বার্থ দ্বারা সাংবাদিকদের অধিকার খণ্ডিত-খর্বিত হয়ে যাচ্ছে।






সাংবাদিকদের নিষ্ঠা ও সততারসঙ্গে সাংবাদিকতা করা ও লেগে থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, মনটাকে পরিশুদ্ধ রাখতে হবে, তাহলে কর্ম ভালো হবে।






তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম আর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ইদানীংকালে সমগ্র পৃথিবীটাকে কাচের ঘরে পরিণত করেছে। এখানে সব কিছু দেখা যায়। কিন্তু আমরা যারা রাজনীতি করি বা প্রশাসনে আছি তারা পরিবর্তনটা ধরতে পারছি না। যার জন্য কাচের ঘরে কিভাবে বসবাস করতে হয়, রাষ্ট্রে কিভাবে বসবাস করে, এই জিনিসটা এখনো রপ্ত করিতে পারিনি।






সচিবালয় রিপোর্টার্স ফোরামের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান। ইফতারে সচিবালয় বিটের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






(ঢাকাটাইমস/১৯জুন/এইচআর/জেবি)