logo ২০ এপ্রিল ২০২৫
মাহফুজ আনামের ১০ মামলার কার্যক্রম স্থগিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জুন, ২০১৬ ১২:২৪:৩১
image



ঢাকা: দেশের বিভিন্ন জেলায় মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা ১০ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এই ১০ মামলাসহ তার বিরুদ্ধে হওয়া মোট ৭২টি মামলা হাইকোর্টে স্থগিত হয়ে গেল।






আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।






আদালতে মাহফুজ আনামের পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী অরবিন্দ রায়।






এর আগে হাইকোর্টের একই বেঞ্চ মাহফুজ আনামের বিরুদ্ধে করা ৭২ মামলার কার্যক্রম স্থগিত করেন।






গত ৭ জুন ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনামকে ১০ মামলায় ৮ সপ্তাহের  জামিন দেন হাইকোর্ট।






এর আগে গত ৩ এপ্রিল বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মাহফুজ আনামকে ৬৬ মামলায় আগাম জামিন দেন।






উল্লেখ্য, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিককে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’। তার ওই স্বীকারোক্তির পর ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সারাদেশে বিভিন্ন আদালতে  ৮২ টি মামলা হয়।






প্রায় সব মামলার বাদীই ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী, আইনজীবী। এর মধ্যে ৬ টি মামলায় তিনি বিচারিক আদালত থেকে জামিন নিয়েছেন।






(ঢাকাটাইমস/১৩জুন/এমএবি/এমএম)