সাংবাদিকদের ইফতার শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জুন, ২০১৬ ১৬:৪২:২৩
ঢাকা: আগামীকাল শনিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ আয়োজনে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে ইফতার মাহফিল। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতোমধ্যে ইফতারের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজে। পুরো এলাকায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।
সাংবাদিক নেতারা জানান, সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথি মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার লোকের আয়োজন করা হচ্ছে।
(ঢাকাটাইমস/১৭জুন/জেবি)