logo ২০ এপ্রিল ২০২৫
দিনাজপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৪ জুন, ২০১৬ ১৭:০৫:৩৬
image




দিনাজপুর: সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত।



মঙ্গলবার দুপুরে দিনাজপুর দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এস.এম. আহসানুল হক এক এ পরোয়ানা জারি করেন।



অপরাধমূলক ষড়যন্ত্র ও মিথ্যা খবর পরিবেশন করে জনমনে অসন্তোষ সৃষ্টির অভিযোগে গত ১৪ ফেব্রুয়ারি দিনাজপুর চিফ জুডিশিয়াল আদালতে ১২০ এর খ এবং ৫০৫ এর ঘ ধারায় মাহফুজ আমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন অ্যাডভোকেট শামসুর রহমান পারভেজ। এ মামলায় আদালত প্রথমে ২ দফয় মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু তিনি হাজিরা না দেয়ায় আজ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত।



(ঢাকাটাইমস/১৪জুন/প্রতিনিধি/ইএস)