ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে মহসীন-মীরু পুনর্নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুন, ২০১৬ ২১:৫৬:৫২

ঢাকা: বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০১৬-১৮ মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে একে এম মহসীন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং মীর আহাম্মদ মীরু সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
শুক্রবার অ্যাসোসিয়েশনের পুরানা পল্টন কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হন ইন্দ্রজিৎ কুমার ঘোষ, মতিউর সেন্টু, নির্বাহী সদস্য পদে আবদুল আজিজ ফারুকী, এম মিজানুর রহমান খান, ইয়াসিন বাবুল, গোলাম মোস্তফা, মো. আবদুল আলিম ভূঁইয়া শাহীন, মো. খোরশেদ আলম চৌধুরী (রিংকু) এবং সালাহ্ উদ্দিন টিটো।
ভোটে নির্বাচিত কর্মকর্তারা হলেন— (প্রাপ্ত ভোট অনুসারে) সহ-সভাপতি শরীফ সারওয়ার ও ইকবাল হাসান নান্টু; কোষাধ্যক্ষ নাসিম সিকদার, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, প্রচার সম্পাদক বাবুল তালুকদার, দপ্তর সম্পাদক রফিক উদ্দিন এনায়েত এবং সাংস্কৃতিক সম্পাদক মুঈদ খন্দকার।
মোট ৯৪ জন ভোটারই ভোট প্রদান করেছেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন স্বপন দাশগুপ্ত। তাকে সহায়তা করেন হাসান হাফিজ।
শুক্রবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৪জুন/জেবি)