logo ২০ এপ্রিল ২০২৫
ইফতার মাহফিলে ঢাকাটাইমস সম্পাদক
ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না
মো. মুজাহিদুল ইসলাম নাঈম, ঢাকাটাইমস
৩০ জুন, ২০১৬ ২২:২৯:৪১
image



আলফাডাঙ্গা (ফরিদপুর): কওমি মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা কিংবা জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত, এ কথা  বিশ্বাস করেন না  ঢাকাটাইমস ও সাপ্তাহিক ‘এই সময়’ পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলন।  তিনি বলেছেন, কওমি মাদ্রাসায় আল্লাহ তায়ালার কুরআন, নবী-রাসুলের হাদিস ও ইসলামি শিক্ষা দেয়া হয়। আর ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না।’ 






বৃহস্পতিবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চান্দড়া নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাদ্রাসার মুহতামিম মুহাম্মাদ আমিনুল্লাহ সভায় সভাপতিত্ব করেন।






আরিফুর রহমান বলেন, দেশ আজ জঙ্গিবাদের কারণে অশান্ত বলে। যারা ইসলামের নামে অপকর্ম করে, তারা দেশ-জাতি ও ইসলামের শত্রু। ইসলামের শত্রুদের সম্পর্কে গোটা জাতিকে সচেতন ও সতর্ক করে তুলতে হবে।”






শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে এই সম্পাদক বলেন, “আপনাদের কর্তব্য জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, সবার কাছে স্পষ্ট করে দেয়া যে ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই।”






চান্দড়া নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে ঢাকাটাইমস ও এই সময়-এর সম্পাদক বলেন, “আমি এই মাদ্রাসার সঙ্গে ছিলাম, আছি, থাকব। মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”






ইফতার মাহফিলে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুস ছোবহান, তরুণ সমাজসেবক ও গোপালপুর আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম, ঢাকাটাইমসের আঞ্চলিক প্রতিনিধি মো. তন্ময় উদ্দৌলাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, সুধীজন, মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।






(ঢাকাটাইমস/৩০জুন/প্রতিনিধি/ইএস)