আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ঢাকাটাইমস সম্পাদক
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকাটাইমস
০৮ জুলাই, ২০১৬ ২১:২১:৪২

আলফাডাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গার চর কামারগ্রাম পূর্বপাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি পরিদর্শন করেছেন ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন। আজ শুক্রবার বিকালে তিনি আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী সেকেন্দার শেখ ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান।
বিকাল চারটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে কামারগ্রাম পূর্ব চরপাড়া নিবাসী আখতার হোসেনের ছেলে মো. সেকেন্দার শেখের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আগুনে বাড়ির আটটি রুমে থাকা টিভি, ফ্রিজ, ফ্যানসহ ব্যবহৃত প্রয়োজনীয় সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। নিকটাত্মীয়ের মৃত্যুর খবর শুনে সেকেন্দার শেখের বাড়ির লোকজন চলে যাওয়ার পর শর্টসার্কিট থেকে এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রতিবেশীর বাড়িতে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান ঈদের ছুটিতে বাড়িতে থাকা আরিফুর রহমান দোলন। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, ‘এক বছর আগে এই বাড়িতে ডাকাতি হয়, সবকিছু হারিয়ে সেকেন্দার শেখ যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন তখনই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো।’ তিনি বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা এবং ঘুরে দাঁড়াবার সাহস দেন।
এ সময় ঢাকাটাইমস সম্পাদক কামারগ্রামে ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠার দাবি জানান। তিনি মনে করেন, কাছে ফায়ার সার্ভিস স্টেশন থাকলে আগুনে এই ক্ষয়ক্ষতি হতো না।
(ঢাকাটাইমস/০৮জুলাই/প্রতিনিধি/জেবি)