logo ২০ এপ্রিল ২০২৫
ভারতে বন্ধ হচ্ছে পিস টিভির সম্প্রচার!
ঢাকাটাইমস ডেস্ক
০৮ জুলাই, ২০১৬ ১৭:০৩:২৬
image



ঢাকা: গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁয় হামলার জের ধরে এখন সর্বত্র আলোচনায় জাকির নায়েক ও তার টেলিভিশন চ্যানেল পিস টিভি। মুম্বাইভিত্তিক এই টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দিতে পারে ভারত সরকার। ইতোমধ্যে সরকারের তরফে এ ধরনের তৎপরতা শুরু হয়েছে বলেও আভাস দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।






সংবাদে বলা হয়েছে, সম্প্রচারের অনুমতি নেই এমন সব চ্যানেলের ব্যাপারেই কঠোর হচ্ছে ভারত সরকার। ওইসব চ্যানেল প্রচারকারী ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।






অপর এক প্রতিবেদনে জাকির নায়েক প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অফিসে পুলিশি নজরদারির কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।






আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নানা সূত্র থেকে জাকির নায়েক ও পিস টিভি সম্পর্কে তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, জাকিরের ওই চ্যানেল দুবাই থেকে সম্প্রচার করা হয়। ভারতের কিছু অংশে তা দেখা যায় কেব্‌ল টিভি নেটওয়ার্কের মাধ্যমে। চ্যানেলের নথিবদ্ধ সদর দপ্তর মুম্বাইয়ে। এমন প্রেক্ষাপটে পিস টিভি নিয়ে আলাদা করে তদন্ত শুরু হয়েছে। রাজ্যগুলোকে পিস টিভির সম্প্রচার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।






জাকির নায়েকের বক্তব্য নিয়ে প্রশ্ন থাকায় অনেক আগেই পিস টিভির সম্প্রচার বন্ধ করেছে ব্রিটেন, কানাডার মতো দেশ। গুলশান হামলাকারীদের দুজন জাকির নায়েককে অনুসরণ করত বলে অভিযোগ ওঠার পর ভারতেও পিস টিভি বন্ধের দাবি উঠেছে। এর আগে সমাজে ‘বিভ্রান্তি’ ছড়াচ্ছে এমন অভিযোগ এনে বাংলাদেশেরও পিস টিভি বাংলার সম্প্রচার বন্ধের দাবি উঠে বিভিন্ন মহল থেকে।






(ঢাকাটাইমস/০৮জুলাই/জেবি)