পিস টিভির বিষয়ে সিদ্ধান্ত আজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুলাই, ২০১৬ ০৯:৫০:২৯

ঢাকা: ঢাকার গুলশানে রেস্তোরাঁয় হামলার পর ভারতে বিভিন্ন মহলের দাবির মুখে পিস টিভির সম্প্রচার বন্ধ করতে কেবল অপারেটরদের নির্দেশ দেয় সেই দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই ভাবে বাংলাদেশেও পিস টিভির সম্প্রচার বন্ধের দাবি উঠেছে বিভিন্ন মহলে। বাংলাদেশে পিস টিভির সম্প্রচার চালু থাকবে নাকি বন্ধ করা হবে, সেই বিষয়ে আজ রবিবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী ইনু বলেন, চ্যানেলটি বন্ধের ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। ঈদের ছুটির পরে রবিবার দপ্তর খুললেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরো বলেন, ‘যেহেতু পিস টিভি বাংলাদেশি কোনো চ্যানেল না, তাই এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।’
তথ্যমন্ত্রী জানিয়েছেন, ইসলামী রিসার্চ ফাউন্ডেশনের মালিকানাধীন চ্যানেলটির সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত শুধু সময়ের অপেক্ষা। তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন বিতর্কিত ধর্ম প্রচারক।
বাংলাদেশের কেবল অপারেটরদের সংগঠন ‘কোয়াব’-এর সভাপতি মির হোসেন জানিয়েছেন, তারাও টেলিভিশন চ্যানেলটি সম্প্রচার করতে চান না।
গুলশনের রেস্তোরাঁয় হামলাকারী অন্তত দুইজনের অভিভাবক অভিযোগ করেছেন, জাকির নায়েকের বক্তৃতা শুনে তাদের ছেলেরা জঙ্গি ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছিল। ব্রিটেন, যুক্তরাষ্ট্র তো বটেই, মালয়েশিয়ার মতো মুসলিম অধ্যুষিত দেশেও জাকিরের চ্যানেলটি বন্ধ করে দেয়া হয়েছে।
মির হোসেন আরো জানান, মন্ত্রী তাদেরও জানিয়েছেন, দুই-এক দিনের মধ্যেই এ বিষয়ে সরকারি নির্দেশ ঘোষণা করা হবে।
গতকাল শনিবার একটি ভিডিও প্রকাশ করে বিতর্কিত ধর্ম প্রচারক অবশ্য দাবি করেছেন, বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তার বিরুদ্ধে জঙ্গিদের উৎসাহ দেয়ার অভিযোগ করেননি। তিনি নিজে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।
জাকির বলেন, ‘‘বাংলাদেশের টেলিভিশন দর্শকদের অর্ধেকের বেশি নিয়মিত আমার চ্যানেল দেখেন। দুনিয়ায় কোটি কোটি মানুষ আমার ভক্ত। তাদের আমি সন্ত্রাসে উৎসাহিত করি, এমন অভিযোগ কেউ করেন না। দুই-এক জন জঙ্গি তার ভক্ত হতেই পারে। কিন্তু তার জন্য তাকে দায়ী করাটা ‘শয়তানি’।”
(ঢাকাটাইমস/১০জুলাই/জেএস)