ঢাকা: উগ্র মতবাদ প্রচারের অভিযোগে ভারতের পর এবার বাংলাদেশেও বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের মালিকানাধীন পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত হয়েছে। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।বৈঠকে ১২টি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁয় ভয়াবহতম জঙ্গি হামলার সঙ্গে জড়িতদের মধ্যে অন্তত দুইজন সামাজিক যোগাযোগের মাধ্যমে জাকির নায়েকের মতো ইসলামি বক্তাদের নিয়মিত অনুসরণ করতেন বলে অভিযোগ উঠে। তার কথায় প্ররোচিত হয়ে ভারতের কয়েকজন তরুণ আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছে বলেও খবর এসেছে।
এ বিষয়টি প্রকাশ্যে আসার পর জাকির নায়েকের বিষয়ে উদ্যোগী হয় ভারত সরকার। জঙ্গিবাদে উৎসাহ জোগানের অভিযোগ নিয়ে এরইমধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র সরকার। মুম্বাইয়ে তার অফিস ঘিরে পুলিশ মোতায়েন করা হয়। পিস টিভির সম্প্রচার বন্ধ করতে শনিবার দেশটির কেবল অপারেটরদের নির্দেশ দিয়েছে ভারত সরকার।
ভারতের পাশাপাশি বাংলাদেশেও পিস টিভির আধেয় পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আর ঈদের ছুটি শেষে টেলিভিশনটির সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আর ছুটির পর প্রথম কর্মদিবসেই আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে চ্যানেলটি বন্ধের সিদ্ধান্ত এলো। এর আগে ব্রিটেন, যুক্তরাষ্ট্র তো বটেই মালয়েশিয়ার মতো মুসলিম অধ্যুষিত দেশেও জাকির নায়েকের চ্যানেলটি বন্ধ করে দেয়া হয়।
‘বিতর্কিত’ ইসলামি বক্তা জাকির নায়েক ও পিস টিভি সম্পর্কে আলেমদেরও রয়েছে ভিন্নমত। ভারতের বিখ্যাত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ বছর দেড়েক আগেই ‘জাকির নায়েকের বক্তব্য গ্রহণযোগ্য’ নয় বলে ফতোয়া দিয়েছে। বাংলাদেশেও জাকির নায়েক সম্পর্কে আলেমদের মধ্যে রয়েছে ভিন্ন মত। বাংলাদেশেও আলেমদের একটি অংশ পিস টিভি বন্ধের দাবি জানিয়ে সরকারকে চিঠি দিয়েছিল।
সচিবালয়ে বৈঠক শেষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু পিস টিভির বিষয়ে সিদ্ধান্তের কথা জানান। তবে কেন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এ বিষয়ে প্রশ্নের জবাব দেননি তিনি। দেশীয় চ্যানেলগুলোকেও জঙ্গি সংক্রান্ত সংবাদ পরিবেশনে সতর্ক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমেরিকা-ইউরোপের চ্যানেলগুলো এসব ঘটনা কয়েক মিনিটের বেশি লাইভ প্রচার করে না। অথচ আমাদের দেশের চ্যানেলগুলো ঘণ্টার পর ঘণ্টা লাইভ প্রচার করে’।
(ঢাকাটাইমস/১০জুলাই/এইচআর/জেবি/ডব্লিউবি)