ঢাকা: ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময়ের যুগ্ম সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক ওয়াসেক বিল্লাহ সৌধ। গত ১০ জুলাই তিনি এ পদে যোগ দেন।
তিনি সর্বশেষ ইনডিপেনডেন্ট টেলিভিশনের উপ-বার্তা সম্পাদক পদে কর্মরত ছিলেন। এর আগে দৈনিক প্রথম আলোতে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।
ওয়াসেক বিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ২০০২ সালে অনার্স ও ২০০৩ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদরে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।
(ঢাকাটাইমস/ ১২ জুলাই/ এইচএফ)