logo ২০ এপ্রিল ২০২৫
জঙ্গিবিরোধী জাতীয় ঐক্যের ডাক সাংবাদিকদের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জুলাই, ২০১৬ ২০:২১:১৫
image



ঢাকা: দেশে চলমান জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিকেরা। তারা বলেছেন, প্রয়োজনে জাতীয় কনভেনশন ডেকে জঙ্গিবাদ মোকাবেলায় আন্দোলন গড়ে তুলবেন সাংবাদিকরা।






আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে সাংবাদিকরা এসব কথা বলেন।






ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শাবান মাহমুদ বলেন, ‘আজকে দেশের সংকট সময়ে সাংবাদিক সমাজ ঘরে বসে থাকতে পারে না। প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে চাই, নিরীহ মানুষের হত্যাকাণ্ড সাংবাদিক সমাজ মেনে নেবে না। দরকার হলে, সাংবাদিকরা জাতীয় কনভেশন ডেকে জঙ্গিবাদ মোকাবেলায় আনন্দোলন করবে।’






সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূইয়া বলেন, ‘জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের নতুন করে পরিকল্পনা করতে হবে। জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্যে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তবে জাতীয় ঐক্যের নামে যারা বিভ্রান্তি ছড়াবে তাদের নিয়ে ঐক্য করা যাবে না। এ বিষয়ে আমাদের সর্তক থাকতে হবে।’






একই সময়ে প্রেসক্লাবের সামনে গুলশানে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। সেখানে ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, শিক্ষাবিদ অধ্যক্ষ মাহফুজা খানম, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাছিমুন আরা হক মিনু, নারী নেত্রী মমতাজ লতিফ, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি আলম হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হাসান প্রমুখ বক্তব্য দেন।






(ঢাকাটাইমস/১৮জুলাই/জেবি)