logo ২০ এপ্রিল ২০২৫
এমইউজে’র সভাপতি খোকন, সম্পাদক মোস্তফা
ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
১৫ জুলাই, ২০১৬ ২০:১৩:৪১
image




ময়মনসিংহ: ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন’র (এমইউজে) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে যুগান্তর ময়মনসিংহ ব্যুরো চিফ আতাউল করিম খোকন সভাপতি ও দৈনিক সমকালের ব্যুরো চিফ মীর গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



আজ শুক্রবার ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (জুম্মার নামাজের বিরতিসহ) জেলা প্রেসক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।



১০টি পদের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪২জন। নির্বাচনের ফলাফলে সভাপতি পদে আতাউল করিম খোকন ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক জনকণ্ঠের স্টাফ রির্পোটার মো. বাবুল হোসেন পেয়েছেন ৮ ভোট।



সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের ব্যুরো চিফ মীর গোলাম মোস্তফা ২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক কালের কন্ঠের স্টাফ রির্পোটার নিয়ামূল কবির সজল পেয়েছেন ১৪ ভোট।



এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন- সহ-সভাপতি পদে মোশাররফ হোসেন (আজকের খবর), কোষাধ্যক্ষ পদে শ্রী জগদীশচন্দ্র সরকার (স্বদেশ সংবাদ), যুগ্ম-সম্পাদক পদে অমিত রায় (যুগান্তর ও বাংলাভিশন)।



নির্বাহী সদস্যরা হচ্ছেন- জিয়া উদ্দিন আহমেদ (ময়মনসিংহ সংবাদ), এ এইচ এম মোতোলেব (দৈনিক খবর), রবীন্দ্র নাথ পাল (আজকের বাংলাদেশ), আবু সালেহ মো. মুসা (যায়যায় দিন) ও বিপ্লব বসাক (আরটিভি)



নির্বাচন পরিচালনা করেন কমিশনের চেয়ারমান আব্দুল হাসিম ও সদস্য মোঃ আবুল কাশেম।



(ঢাকাটাইমস/১৬জুলাই/প্রতিনিধি/ইএস)