logo ২০ এপ্রিল ২০২৫
ডিআরইউ’র হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২৪ মিডিয়া হাউস
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ জুলাই, ২০১৬ ২০:০০:৩৪
image



ঢাকা: আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে ‘প্রাণ ক্র্যাকো-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রথমবারের মতো ২৪টি মিডিয়া হাউসের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করেছে।






এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙা এবং ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।






রবিবার বেলা ১১টায় শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।






টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও নগদ ২৫ হাজার ও রানার্স আপ দল ট্রফি ছাড়াও পাবে ১৫ হাজার টাকা অর্থ পুরস্কার। ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।






টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো: যমুনা টিভি, জিটিভি, রেডিও টুডে, আরটিভি, দীপ্ত টিভি, দৈনিক ইনকিলাব, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দৈনিক জনকণ্ঠ, এটিএন বাংলা, ইউএনবি, দৈনিক ভোরের কাগজ, দৈনিক কালবেলা, দৈনিক করতোয়া, দৈনিক মানবজমিন, দৈনিক নয়া দিগন্ত, দ্য রিপোর্ট২৪.কম, বাংলাভিশন, দৈনিক সংগ্রাম, এটিএন নিউজ, চ্যানেল আই, বাংলামেইল২৪.কম, দৈনিক ইত্তেফাক, আমাদের অর্থনীতি ও দৈনিক আমাদের সময়।






(ঢাকাটাইমস/২৩জুলাই/জেবি)