লোহাগড়ায় সাংবাদিক লাঞ্ছিত
নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
২২ জুলাই, ২০১৬ ০৯:১৯:৩১
নড়াইল: জেলার লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের লাঞ্ছিত করেছেন হাসপাতালের এক কর্মচারী।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জরুরি বিভাগে এ ঘটনা।
দৈনিক সকালের খবর পত্রিকার লোহাগড়া প্রতিনিধি এসএম আলমগীর কবির এবং দৈনিক মানবজমিন পত্রিকার লোহাগড়া প্রতিনিধি শাহজাহান খান সাজু জানান, পেশাগত কাজে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে যান তারা। এ সময় জরুরি বিভাগে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলতে চাইলেও কাউকে পাননি তারা। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ডা. আত্তাফ উদ্দিন রনি জরুরি বিভাগে আসেন। ওই চিকিৎসকের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, গত রাতে আমি কক্সবাজার থেকে এসেছি। এ কারণে আমি অসুস্থ বোধ করছি। এ সময় অসুস্থ এক রোগীকেও চিকিৎসাসেবা দিতে অপারগতা প্রকাশ করেন ডা. আত্তাফ উদ্দিন। বিষয়টি সাংবাদিকদের দৃষ্টিগোচর হলে তারা ওই রোগীকে চিকিৎসা দেয়ার কথা বলেন। এ সময় জরুরি বিভাগে অবস্থারনত ওয়ার্ডবয় মোনায়েব শেখ হঠাৎ করেই সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে সাংবাদিকদের দিকে ধেয়ে আসে।
(ঢাকাটাইমস/২২ জুলাই/প্রতিনিধি/এলএ)