প্রেসক্লাব কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা তিন মাস স্থগিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জুলাই, ২০১৬ ১১:২৫:৩৯

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের ২০১৫-১৬ মেয়াদে গঠিত বর্তমান কমিটির কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আরও তিন মাসের জন্য স্থগিত রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ওই সময়ের মধ্যে নিম্ন আদালতে ২০১৪-১৫ মেয়াদের সাবেক কমিটির করা মামলা নিষ্পত্তির আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের এ আদেশের ফলে বর্তমান কমিটি তাদের কার্যক্রম আরও তিন মাস চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের লিভ টু আপিলের নিষ্পত্তি করে আজ বুধবার এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।
শফিকুর রহমানের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন আইনজীবী একরামুল হক টুটুল। সাবেক কমিটির পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. সালেহউদ্দিন।
একরামুল হক টুটুল সাংবাদিকদের বলেন, চেম্বার বিচারপতির দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। সেইসঙ্গে হাইকোর্টের দেয়া রুল খারিজ করে বিচারিক আদালতে মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে। এর ফলে শফিকুর রহমান নেতৃত্বাধীন কমিটি যথারীতি কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানান একরামুল হক টুটুল।
এদিকে সালেহউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে জজকোর্টে করা আবদাল আহমেদের মামলা নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত।
গত বছরের জুলাই মাসে সমঝোতার ভিত্তিতে ক্লাবের বর্তমান কমিটি গঠিত হওয়ার পর এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে জজকোর্টে মামলা করেন ২০১৪-১৫ মেয়াদের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ। ২২ জুলাই কোনো আদেশ না দিয়ে নিম্ন আদালত মামলাটি নথিভুক্ত করলে এর বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন আবদাল আহমেদ। এর পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট বর্তমান কমিটির কার্যক্রমের ওপর ছয় মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন বিচারপতি শরীফউদ্দিন চাকলাদারের একক বেঞ্চ। নিষেধাজ্ঞার পাশাপাশি রুলও জারি করেন আদালত। রুলে নতুন কমিটির কার্যক্রম পরিচালনায় কেন নিষেধাজ্ঞা দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি, সহসভাপতিসহ সাতজনকে বিবাদী করা হয়। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।
হাইকোর্টের এ আদেশের বিরুলে ওই দিনই আবেদন করেন মোহাম্মদ শফিকুর রহমান। ওইদিনই রাতে নিজ বাসভবনে এ আবেদনের শুনানি নিয়ে আট সপ্তাহের জন্য হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত। পরে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান।
প্রসঙ্গত, নির্বাচন দেয়া নিয়ে অচালবাস্থার মধ্যে গত বছরের ২৮ মে দেশের প্রধান দুটি রাজনৈতিক ধারার সমর্থক সাংবাদিকদের মধ্যে সমঝোতার ভিত্তিতে জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। আকস্মিকভাবে ডাকা এ দ্বিবার্ষিক সাধারণ সভায় দুই বছরের জন্য সভাপতি পদে শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলাম চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এছড়া কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদে মনজুরুল আহসান বুলবুল ও সহসভাপতি পদে আমীরুল ইসলাম কাগজী, যুগ্ম সম্পাদক পদে ইলিয়াস খান ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ পদে কার্তিক চ্যাটার্জি মনোনীত হন। ব্যবস্থাপনা কমিটির নতুন সদস্যরা হলেন: আমানুল্লাহ কবীর, খোন্দকার মনিরুল আলম, আজিজুল ইসলাম ভূঁইয়া, সাইফুল আলম, শ্যামল দত্ত, শামসুদ্দিন আহমেদ চারু, মোল্লা জালাল, সরদার ফরিদ আহমদ, হাসান আরেফীন ও শামসুল হক দুররানী।
কমিটি গঠন হওয়ার পর জাতীয় প্রেসক্লাবে একটি বড় অংশকে সদস্য করা হয়। এছাড়া প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়।
(ঢাকাটাইমস/২৭জুলাই/এমএবি/জেবি)