স্থগিতাদেশ স্থগিত, কাল বিএফইউজে নির্বাচন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুলাই, ২০১৬ ১৬:১৪:৩৪
ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের উপনির্বাচন স্থগিত করে চট্টগ্রাম বিভাগীয় প্রথম শ্রম আদালতের দেয়া আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আগামীকাল শুক্রবার অনুষ্ঠেয় বিএফইউজের নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বিএফইউজের নির্বাচন কমিশনার আবু তাহেরের এক আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিএফইউজের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিন উদ্দিন।
২৬ জুলাই কক্সবাজারের দুই সাংবাদিকের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) কাজী শাহিনা নিগার বিএফইউজের নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন।
সংগঠনটির ভোটার তালিকায় কক্সবাজারের ১০ জন সাংবাদিকের নাম না থাকায় বিএফইউজের সভাপতি পদের উপনির্বাচন স্থগিত করার আবেদন করেন কক্সবাজারের দুই সাংবাদিক মোরশেদ রহমান ও সাঈদ আলমগীর। গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম প্রথম শ্রম আদালতে তারা মামলাটি করেন।
(ঢাকাটাইমস/২৮জুলাই/এমএবি/মোআ)