স্যাটেলাইট টেলিভিশন ‘নিউজ২৪’ এর যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুলাই, ২০১৬ ১৯:৫০:০৮

ঢাকা: নিউজ২৪ নামে দেশে নতুন একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু করলো। এটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের। ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক এই নিউজ চ্যানেলটি আজ বিকাল পাঁচটায় অনুষ্ঠানিক সম্প্রচারে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে চ্যানেলটি দেশ-বিদেশের দর্শকদের কাছে পৌঁছে গেলো।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও নিউজ২৪’র সিইও নঈম নিজামের সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হয়েছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বঙ্গবীর কাদের সিদ্দিকী, সংসদ সদস্য শামীম ওসমানসহ গণমাধ্যম ব্যক্তিত্বরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আহমেদ আকবর সোবহান বলেন, ‘ব্যবসা আমাদের প্রধান। প্রশ্ন হলো, কেন আমরা মিডিয়ায় এলাম। আমরা দেশটাকে আরও অনেক সমৃদ্ধশালী ও সুন্দর করতে চাই। আমরা চেষ্টা করি বাংলাদেশটাকে পজিটিভভাবে তুলে ধরতে। আমাদের মিডিয়ার মাধ্যমে বিদেশের মানুষ যেন মনে করেন, এ দেশ পজিটিভভাবে চলছে।
২৪ ঘণ্টার এই সংবাদ ভিত্তিক চ্যানেলটিতে সর্বাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ নিউজ রুম সাজানো হয়েছে। স্টুডিওতে খবর প্রচার করার জন্য ব্যবহার করা হচ্ছে রোবট ক্যামেরা। এক ঝাঁক তরুণ ও প্রবীণ সংবাদ কর্মীদের নিয়ে চ্যানেলটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবশেন করে জনগণের আস্থা অর্জন করতে চায়।
(ঢাকাটাইমস/২৮জুলাই/এজেড)