বিএফইউজে নির্বাচন: রাজশাহী অশোক চৌধুরী এগিয়ে
রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
২৯ জুলাই, ২০১৬ ১৮:১০:০৪
রাজশাহী: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি পদের উপনির্বাচনে ৩০ ভোট পেয়ে এগিয়ে আছেন অশোক চৌধুরী। আবদুল জলিল ভুঁইয়া ১৮ ভোট পেয়ে দ্বিতীয়। আট ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মঞ্জুরুল আহসান বুলবুল।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে ভোটগ্রহণ চলে। পরে বিকাল সাড়ে ৫টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শিবলী নোমান।
নির্বাচনে মোট ভোট পড়ে ৬১টি। এর মধ্যে পাঁচটি ভোট বাতিল হয়েছে। বাতিল হওয়া ভোটগুলোর মধ্যে অশোক চৌধুরীর দুইটি, আবদুল জলিল ভুঁইয়ার একটি এবং মনজুরুল আহসান বুলবুলের দুইটি।
(ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/এলএ)