logo ১৯ এপ্রিল ২০২৫
বিএফইউজের সভাপতি বুলবুল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জুলাই, ২০১৬ ২০:৪২:১১
image



ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল।






শুক্রবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি ১০৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক অশোক চৌধুরী পেয়েছেন ৯৭৩ ভোট। এই দুজন ছাড়াও সভাপতি পদে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সিটি এডিটর আবদুল জলিল ভূঁইয়া নির্বাচন করেন। তিনি ভোট পেয়েছেন ২৮৫টি।






এর আগে সকাল নয়টা থেকে জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল পাঁচটা পর্যন্ত। মাঝখানে জুমার নামাজ ও খাবার বিরতি থাকে এক ঘণ্টা।






মনজুরুল আহসান বুলবুল এর আগেও বিএফইউজের সভাপতি ও মহাসচিব ছিলেন।






২০১৫ সালের ২৭ নভেম্বর বিএফইউজের দুই বছর মেয়াদি কমিটিতে আলতাফ মাহমুদ সভাপতি নির্বাচিত হন। গত ২৪ জানুয়ারি তার মৃত্যুর পর পদটি শূন্য হয়। পরে সংগঠনের সহ-সভাপতি জাফর ওয়াজেদ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।






(ঢাকাটাইমস/২৯জুলাই/টিএ/এমআর/এআর/ঘ.)