বিএফইউজের সভাপতি পদে ভোট্গ্রহণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জুলাই, ২০১৬ ১১:০১:৩৮
![image]()
ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে-একাংশ) সভাপতি পদে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় ঢাকাসহ দেশের বিভিন্ন ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল পাঁচটা পর্যন্ত। এখন ভোট গণনা হবে। রাতেই পাওয়া যাবে ভোটের ফলাফল।
এই নির্বাচনে বিএফইউজের সাবেক সভাপতি ও একুশে টিভির এডিটর ইন চিফ ও সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব ও ডেইলি স্টারের সিটি এডিটর আব্দুল জলিল ভুঁইয়া এবং বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপনির্বাচনে ঢাকাসহ সারাদেশের চার হাজারেরও বেশি সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় তিন হাজার। একইদিনে ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নে এক হাজারেও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৭ নভেম্বর বিএফইউজের দুই বছর মেয়াদী কমিটিতে সভাপতি পদে আলতাফ মাহমুদ নির্বাচিত হন। চলতি বছর ২৪ জানুয়ারি তিনি ইন্তেকাল করলে পদটি শূন্য হয়। পরে এই পদে উপনির্বাচনের জন্য ২৬ জুন তফসিল ঘোষণা করা হয়।
(ঢাকাটাইমস/২৯জুলাই/জেবি)