শওকত মাহমুদকে বিদেশে যাওয়ার অনুমতি
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ আগস্ট, ২০১৬ ১২:৪৯:৩৫
ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে ৪০ দিনের জন্য চিকিৎসা করতে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট।
সোমবার সকাল সোয়া ১১টার দিকে বিচারপতি ইনায়েতুর রহিম ও জেবিএম হাসানের বেঞ্চ এ আদেশ দেন।
চিকিৎসার জন্য ১৮ জুলাই বিদেশে যাওয়ার জন্য নিম্ন আদালতে অনুমতি চেয়ে আবেদন করেন শওকত মাহমুদ। কিন্তু তার এ আবেদন খারিজ হওয়ায় তিনি ২৮ জুলাই হাইকোর্টে আবেদন করেন।
এরপর শুনানি শেষে আজ তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন হাইকোর্ট। আর বিদেশে গিয়ে ৪০ দিন অবস্থান করতে পারবেন।
শওকতের পক্ষে শুনানি করে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে শুনানি করে একেএম মনিরুজ্জামান।
গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় গত বছরের আগস্টে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে আটক করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফউজে-এর একাংশের সভাপতি।
(ঢাকাটাইমস/১আগস্ট/এমবিএ/ইএস/জেডএ)