logo ০৯ মে ২০২৫
মুন্সীরহাটে মার্সেলের শো-রুম উদ্বোধন
ঢাকাটাইমস ডেস্ক
২৯ আগস্ট, ২০১৬ ১২:২৬:৩৮
image




কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের মুন্সীরহাটে দেশীয় ব্র্যান্ড মার্সেলের শো-রুম উদ্বোধন করা হয়েছে। ২৭ আগস্ট ‘মা-মনি ইলেকট্রনিক্স’ নামের শো-রুমটি উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এখস থেকে শো-রুমটিতে মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী পাওয়া যাবে।



উদ্বোধনী অনুষ্ঠানে চৌদ্দগ্রাম পৌরসভা মেয়র মিজানুর রহমান মিজান, চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কাশেম, মার্সেলের পিআর এন্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, ফরেন ট্রেড মনিটরিং বিভাগের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম সরকার, মার্কেটিং বিভাগের হেড অব মার্সেল (সাউথ) মো. শামীম আল মামুন, এজিএম নূরুল ইসলাম রুবেল, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাহ্ শহীদ চৌধুরী, এরিয়া ম্যানেজার শওকত হোসেন এছাড়াও মা-মনি ইলেকট্রনিক্স এর ডিস্ট্রিবিউটর নজির আহাম্মদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান বলেন, ‘মার্সেল বাংলাদেশের দ্রুত অগ্রসরমান শীর্ষস্থানীয় ব্র্যান্ডের মধ্যে অন্যতম। গুণেমানে অনন্য বলেই মার্সেল ব্র্যান্ডের পণ্যসামগ্রী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে এবং দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে সক্ষম হবে।’ তিনি আরো বলেন, ‘সাশ্রয়ী মূল্যে বিশ্বমানসম্পন্ন পণ্য গ্রাহকদের কাছে সরবরাহের মাধ্যমে খুব অল্প সময়েই একটি জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে মার্সেল।’



(ঢাকাটাইমস/২৯আগস্ট/জেডএ)