logo ১১ এপ্রিল ২০২৫
ইউএনও হলেন আট সিনিয়র সহকারী কমিশনার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৬ ১৭:১১:৪৬
image



প্রশাসনে আট সিনিয়র সহকারী কমিশনারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. ইলিয়াস মেহেদীকে ইউএনও হিসেবে পদায়নের জন্য রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।






বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আশরাফুল ইসলামকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মির্জা মুরাদ হাসানকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, নারায়নগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ তোফায়েল আহমেদকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শরিফুল হককে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এস এম জাকারিয়াকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।






এছাড়া নারায়নগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. শফিকুল ইসলামকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভুঞাকে ইউএনও হিসাবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।






(ঢাকাটাইমস/৩১আগস্ট/এইচআর/এমআর)