পাঁচ উপসচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ আগস্ট, ২০১৬ ১৮:০৪:৫২
প্রশাসনের পাঁচ উপসচিবের দপ্তর বদল হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপম আনোয়ারকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক, তথ্য কমিশনের পরিচালক জাফর রাজা চৌধুরীকে কপিরাইট অফিসের রেজিস্ট্রার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে বিসিএস প্রশাসন একাডেমির উপ-পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মাহবুবুর রহমানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মীনা মাসুদ উজজামানকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯আগস্ট/এমএম)