logo ১৯ এপ্রিল ২০২৫
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক ফরিদুল আলম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ আগস্ট, ২০১৬ ১৭:১৮:৪৬
image



পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ফরিদুল আলমকে।






আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হযেছে।






প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ফরিদুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।






দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মীর আহমেদকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্ম-প্রধান করা হয়েছে। ‍






এছাড়া শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুস সবুর চৌধুরীকে স্ট্রেনদেনিং গভর্নেন্স ম্যানেজমেন্ট প্রজেষ্টের উপ-প্রকল্প পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মো. সাইফুল ইসলামকে বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক, পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন মাতবরকে “জামালপুর অর্থনৈতিক অঞ্চল স্থাপন” শীর্ষক প্রকল্প বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ(বেজা) উপ-প্রকল্প পরিচালক এবং নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সামছুল হককে এনজিও বিষয়ক ব্যুরোর এসাইনমেন্ট অফিসার পদে বদলি করা হয়।






(ঢাকাটাইমস/২২আগষ্ট/এইচআর/এআর/ঘ.)