logo ১৯ এপ্রিল ২০২৫
সাত উপসচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৮ আগস্ট, ২০১৬ ১৬:৩৪:২০
image



প্রশাসনে সাত উপসচিব পদে রদবদল আনা হয়েছে।আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






এরা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. শাহনাজ আরেফীনকে বাস্তবায়ন ও পরিবীক্ষণও মুল্যায়ন বিভাগের পরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব জাহিদ হোসেন মুন্সীকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপসচিব মো. গোলাম কবীরকে বাস্তাবায়ন ও পরিবীক্ষণও মুল্যায়ন বিভাগের পরিচালক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব বেগম শিরিন রুবীকে স্বরাস্ট্র মন্ত্রণালেয়ে, অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ মফিজুল ইসলাম পাটোয়ারীকে বেসাময়িক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রণালয়ে, বেসাময়িক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রণালয়ের উপসচিব মো. নজরুল ইসলামকে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বেগম নাসিমা পারভীনকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।






অপর এক আদেশে তিন সিনিয়র সহকারি সচিবকে বদলি করা হয়েছে। এরা হলেন, সচিবালয় শাখায় ন্যস্ত থাকা সিনিয়র সহকারি সচিব মো. সারোয়ার হোসেনকে শিক্ষামন্ত্রণালয়ে, সচিবালয় শাখায় ন্যস্ত থাকা সিনিয়র সহকারি সচিব দেওয়ান মাহবুবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং






সচিবালয় শাখায় ন্যস্ত থাকা সিনিয়র সহকারি সচিব হেমন্ত হেনরি কুবিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।






(ঢাকাটাইমস/১৮আগস্ট/এইচআর/এআর)