তথ্য অধিদফতরে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৬ ১৮:৫৪:৩৬
ঢাকা: তথ্য অধিদপ্তরে ডিজিটাল উপস্থিতি বা হাজিরা পদ্ধতি চালু করেছেন প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী। বুধবার সচিবালয়ে অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতি চালু করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্র্দেশনার আলোকে ইনোভেশন কার্যক্রমের আওতায় এই পদ্ধতি চালু করা হয়েছে।
প্রধান তথ্য কর্মকর্তা শামীম চৌধুরী বলেন, এই পদ্ধতি চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের সময় মত অফিসে আসা ও দায়িত্বপালন নিশ্চিত হবে। অধিদপ্তরের পুরো কার্যক্রমই ডিজিটালাইজ করার প্রক্রিয়া এগিয়ে চলেছে জানিয়ে তিনি বলেন, এটি চালু হলে তথ্য অধিদপ্তরের সব কার্যক্রমে আর স্বচ্ছতা নিশ্চিত করা যাবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইসতাক হোসেন, উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ হান্নান, তথ্য কর্মকরতা মাসুদা খাতুন, মিজানুর রহমান, মোবাস্বেরা কাদেরী প্রমুখ কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঢাকাটাইমস/১৭ আগস্ট/এইচআর/ডব্লিউবি