নন-ক্যাডার পদে আরও ৮৯৮ জনকে নিয়োগের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ আগস্ট, ২০১৬ ১৭:৫৬:৫৮

ঢাকা: ৩৪ তম বিসিএস চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ আরও ৮৯৮ জনকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন(পিএসসি)।আজ বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে একথা জানা যায়।
গতকাল মঙ্গলবারও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে ৪৮৭ জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে নিয়োগের সুপারিশ করে পিএসসি। এদের মধ্যে ৩১৯ জনকে অর্থ মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর পরিদর্শকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগের সুপারিশ করা হয়।
‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০’ এর বিধান অনুযায়ী এ নিয়োগের সুপারিশ করা হয়েছে।
৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পদ স্বল্পতার কারণে যারা ক্যাডার পদে এবং নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগ পাননি তাদেরই নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন পিএসসি।
নিয়োগে সুপারিশকৃতদের তালিকা পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
গত বছরের ২৯ আগস্ট ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ৫৮৪ জন উত্তীর্ণ হন। এদের মধ্যে ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। পরে এদের নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগেও কয়েক দফা চৌত্রিশতম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।
(ঢাকাটাইমস/ ১০ আগস্ট/ এআর/ ঘ.)