ঢাকা: প্রশাসনে ২৪ যুগ্মসচিবের দপ্তর বদল করা হয়েছে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব শিবনাথ রায়কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক(লিগ্যাল অ্যাফেয়ার্স),
ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালক মো. শামসুল আলম চৌধুরীকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্তি,
আই.এম.ই.ডির পরিচালক মো, নিয়াজুল হককে আই.এম.ই.ডির মহাপরিচালক,
স্থানীয় সরকার ঢাকা বিভাগের পরিচালক মো. আইয়ুব হোসেনকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পরিচালক (ডাক),
এনজিও ব্যুারোর পরিচালক ড. মো. হেলাল উদ্দিনকে Upazila Governance and Development project-এ স্থানীয় সরকার বিভাগ,
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত থাকা যুগ্মসচিব আবুল কালাম শামসুদ্দিনকে প্রধানমন্ত্রী কার্যালয়ে আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো, আখতার আলী সরকারকে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক,
জনপ্রশাশসন মন্ত্রণালয়ের ওএসডি যুগ্মসচিব মো. হারুন অর রশিদ মোল্লাকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব মো. ইউসুফ আলীকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক,
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো, জাফর সিদ্দিককে বিদ্যুৎ বিভাগের স্রেডার সদস্য করা হয়েছে।
এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সংযুক্ত সৈয়দ আবদুল মমিনকে আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টরের উপ প্রকল্প পরিচালক করা হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ ঘোষকে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক করা হয়েছে।
বিআইডব্লিউটিসির পরিচালক মো. আতাহার আলীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা এ এইচ এম আহসানকে বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্মসচিব,
খাদ্য মন্ত্রণালয়ের এফপিএমইউর গবেষণা পরিচালক মো. রুহুল আমিন তালুকদারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়া ছাড়াও
পরবর্তীতে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্মসচিব আরশাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা,
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা নুর মোহাম্মদ মজুমদারকে ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব,
ভুমি সংস্কার বোর্ডের কোর্ট অব ওয়ার্ডসের ম্যানেজার মোহাম্মদ হানিফকে ওএসডি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের উপপরিচালক মো, নুরুন্নবীকে ওএসডি,
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ সমশের আলীকে ওএসডি, বাংলাদেশ পাট কর্পোরেশনের সচিব মো. আব্দুল মাবুদকে ওএসডি,
বানিজ্য মন্ত্রণালয়ের বিইজিপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক বেগম নাসরীন আখতার চৌধুরীকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্মসচিব, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব হিরন্ময় বাড়ৈকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব,
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. শাহনেওয়াজ চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যুগ্মসচিব পদে দেয়া হয়েছে।
ঢাকাটাইমস/৭আগস্ট/এইচআর/এআর/ ঘ.)