প্রশাসনে পাঁচ উপসচিব পদে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ আগস্ট, ২০১৬ ১৭:১৯:৪০
ঢাকা: প্রশাসনে উপসচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এসব কর্মকর্তার মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম (Servces for the Children at Risk- SCAR) প্রকল্পের পরিচালক এ কে এম ফজলুজ্জোহাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা বেগম জাকিয়া খানমকে।
দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন (উপসচিব) মো. আবদুস সামাদ আল আজাদকে দেয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ মো. ইউসুফ আলীকে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের পরিচালক পদে দায়িত্ব দেয়া হয়েছে।
পাবনা জেলায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আকতার হোসেন আজাদকে।
(ঢাকাটাইমস/৩আগস্ট/এইচআর/মোআ)