logo ২৯ এপ্রিল ২০২৫
র‌্যাবের দুই সহকারী পরিচালককে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ আগস্ট, ২০১৬ ১৮:৫৭:৪১
image



ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) দুই সহকারী পরিচালককে প্রত্যাহার করা হয়েছে।






বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






প্রজ্ঞাপনে বলা হয়েছে, র‌্যাব-১০ ঢাকার সহকারী পরিচালক মো. আমমার হোসেন এবং র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানকে প্রেষণ থেকে প্রত্যাহার করে তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।






আলাদা একটি প্রজ্ঞাপনে দুই অতিরিক্ত জেলা প্রশাসককে বদলি ও পদন্নোতি দেয়া হয়েছে। এদের মধ্যে কক্সবাজারের এডিসি শেখ ফরিদ আহমেদকে মেহেরপুর জেলার এডিসি করা হয়েছে। এছাড়া মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গাবিল খানকে পদন্নোতি দিয়ে ময়মনসিংহের এডিসি করা হয়েছে।






(ঢাকাটাইমস/৩আগস্ট/এইচআর/এমআর)