logo ২০ এপ্রিল ২০২৫
ছয় এডিসি পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ আগস্ট, ২০১৬ ১৮:১২:৩৪
image



ঢাকা: প্রশাসনে ছয় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।






পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক দোলোয়ার হোসেন মাতব্বরকে জনপ্রশাসনের উনি-৩ শাখায় ন্যস্ত করা হয়েছে।






ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক বেগম তাহমিনা আক্তারকে ফেনী জেলায় একই পদে বদলি করা হয়েছে।






বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের (বিয়াম) সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল লতিফকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।






সিলেট জোনাল সেটেলম্যান্ট অফিসের চার্জ অফিসার মো. আব্দুল আলীম খান ওয়ারেসীকে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক পদে দেয়া হয়েছে।






ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন মোল্লাকে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক পদে দেয়া হয়েছে।






ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনকে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক পদে দেয়া হয়েছে।






(ঢাকাটাইমস/০১আগস্ট/এইচআর/জেবি)