এডিসি হলেন চার ইউএনও
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুলাই, ২০১৬ ১৫:২৯:৩০
ঢাকা: প্রশাসনে চার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও ঝালকাঠি জেলার দুই এডিসিকে বদলি করা হয়।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বান্দরবানের বোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনকে চাদঁপুর জেলার এডিসি করা হয়েছে। এছাড়া পিরোজপুরের নাজিরপুরের ইউএনও তবিবুর রহমানকে পটুয়াখালী, সিলেটের গোপালগঞ্জের ইউএনও মোহাম্মদ আশরাফুল আলম খানকে মৌলভীবাজার এবং যশোরের মনিরামপুরের ইউএনও মো. কামরুল হাসানকে এডিসি করে বাগেরহাট জেলায় দায়িত্ব দেয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে ময়মনসিংহের এডিসি বেগম শারমিন জাহানকে শরীয়তপুরে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শফিউল আলমকে ঝালকাঠি জেলার এডিসি হিসেবে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৮জুলাই/এইচআর/এমআর)