logo ২০ এপ্রিল ২০২৫
উপসচিব হলেন ফেরদৌস আলম
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৫ জুলাই, ২০১৬ ১৯:০৬:৩৯
image



ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. মো ফেরদৌস আলমকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া অপর দুই জন উপসচিবকে সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসে নিয়োগ দেয়া হয়েছে।






আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






এতে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. মো ফেরদৌস আলমকে সরকারের উপসচিব পদে পদোন্নতি প্রধানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করার কথা বলা হয়েছে। তাকে ২০১৫ সালের ৬ এপ্রিল থেকে উপসচিব পদে ধারনাগত জ্যেষ্ঠতা প্রদান করা হয়।






ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহজাহান আলীকে সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ অফিসে মৌসুমী সহকারী হজ অফিসার পদে চার মাসের জন্য এবং একই মন্ত্রণালয়ের উপসচিব মো. হামিদুর রহমান খানকে সৌদি আরবের মদিনায় বাংলাদেশ হজ অফিসে মৌসুমী সহকারী হজ অফিসার হিসাবে তিন মাসের জন্য নিয়োগ করা হয়।






(ঢাকাটাইমস/২৫জুলাই/এইচআর/এআর/ ঘ.)