চার জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জুলাই, ২০১৬ ১৭:০০:২৫
ঢাকা: সিলেট, বরিশাল, পিরোজপুর ও কুড়িগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ মঙ্গলবার জারি হয়েছে।
এর আগে নতুন প্রশাসক নিয়োগের ফাইলটি অনুমোদন দিয়ে এর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় স্থানীয় সরকার বিভাগ। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়।
সিলেট জেলা পরিষদে প্রশাসক হয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান। বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি খান আলতাফ হোসেন ভুলু হয়েছেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক।
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম। আর কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য জাফর আলী জেলা পরিষদের প্রশাসক হয়েছেন।
(ঢাকাটাইমস/১৯জুলাই/এইচএফ/জেবি)