তিন যুগ্ম সচিবকে বদলিকৃত স্থানে যোগদানের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জুলাই, ২০১৬ ১৫:১২:৪০
ঢাকা: প্রশাসনে তিন যুগ্ম সচিবকে বদলিকৃত স্থানে যোগদানে নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ২৩ জুন নৌ-পরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা মো. হাসানুর রহমানকে পানিসম্পদ মন্ত্রণালয়ে; বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক বেগম শামীমা ইয়াসমিনকে বাণিজ্য মন্ত্রণালয়ে; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত (যুগ্ম সচিব) নুর মোহাম্মদ মজুমদারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হলেও এখনো তারা বদলিকৃত স্থানে যোগদান করেননি। এসব কর্মকর্তা আগামীকাল ১৮ জুলাইয়ের মধ্যে যোগদান না করলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এইচআর/জেবি)