গোপালগঞ্জ বাপার্ডের পরিচালক হলেন শামসুন নাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জুলাই, ২০১৬ ১৮:৪৬:১৭

ঢাকা: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট খুলনা লোনাপানি কেন্দ্রের উপ-পরিচালক বেগম শামসুন নাহারকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) পরিচালক পদে বদলি করা হয়েছে।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া রাজশাহী ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মো. ফিরেজ শাহকে যশোর ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার পদে বদলি করা হয়।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল কুদ্দুসকে বগুড়া ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. মামুনুর রশীদকে পরবর্তীতে পদায়নের জন্য সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমাকে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম হাবিবা শারমিনকে ওএসডি করা হয়েছে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ুন কবীরকে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে গোপালগঞ্জে দেয়া হয়েছে।
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বেগম শামীম বানু শান্তিকে একই পদে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
সাভার উপজেলার রাজস্ব সার্কেল (সহকারী কমিশনার) মো. ফাহাদ পারভেজ বসুনীয়াকে একই পদে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এইচআর/জেবি)