logo ২০ এপ্রিল ২০২৫
ছুটি শেষে রবিবার খুলছে সরকারি অফিস
হাবিবুর রহমান, ঢাকাটাইমস
০৯ জুলাই, ২০১৬ ১৮:৩৫:০৭
image



ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। আগামীকাল রবিবার খুলছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ সব অফিস-আদালত। প্রায় দেড় মাস বন্ধ থাকা সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও খুলছে রবিবার। তবে উচ্চ আদালতে বিচারিক কার্যক্রম শুরু হবে ১২ জুলাই মঙ্গলবার।






রবিবার সকাল ৯টায় শুরু হবে সরকারি অফিস। লম্বা ছুটি হওয়ায় এবার অফিস খোলার প্রথম দিনেই বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী হাজির থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে যারা সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছেন তারা যোগ দেবেন পরে।  নাড়ির টানে ঈদে যারা ঘরমুখো হয়েছিলেন তারা এখন আবার কর্মস্থল রাজধানীমুখী হতে শুরু করেছেন। ফলে আজ থেকে শুরু হয়েছে ঢাকামুখী যাত্রীদের চাপ।  






ছুটির পর অফিসপাড়ার প্রথম দিন কাটবে অনেকটা ঢিমেতালে। এদিন ঈদ শুভেচ্ছা বিনিময়, গল্প-গুজব করেই সাধারণত দিন কাটান কর্মকর্তা-কর্মচারীরা। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না।






পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়ে দেশ। ১৬ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটির দিন অফিস করার শর্তে ঈদের আগে ৪ জুলাই ছুটি ঘোষণা দেয় সরকার। গত ১ জুলাই শুক্রবার থেকে ছুটি শুরু হয়ে শেষ হচ্ছে আজ  শনিবার। এর ফলে টানা ৯ দিন ছুটি ভোগ করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।






জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইবরাহিম হোসেন খান ঢাকাটাইমসকে বলেন, ‘ছুটি শেষ আজ ঢাকায় এসেছি। আগামীকাল সচিবালয়ে অফিস করবো।’ এবার ঢাকায় ফিরতে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি বলেও জানান তিনি।






পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী সাখাওয়াত হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘এবারের ঈদের ছুটি চট্টগ্রাম যেতে কোনো কষ্ট হয়নি। চারলেনের রাস্তা হওয়ায় চলাচল করে আরাম পেয়েছি। অফিস খোলার একদিন আগেই তিনি ঢাকায় ফিরেছেন বলে জানান।






(ঢাকাটাইমস/০৯জুলাই/এইচআর/জেবি)